ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের আজ বৃহস্পতিবার (১৬ জুন) প্রথম টেস্ট। অ্যান্টিগায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। অনেক জল্পনাকল্পনার পর দলের সাথে য෴োগܫ দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
তবে মোস্তাফিজের টেস্ট দলের সাথে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কম জল ঘোলা হয়নি। জানা যায়, এবারের আইপিএলে🌳 বাংলাদেশ থেকে খেলা একমাত্র ক্রিকেটার মোস্তাফিজ টেস্টই খেল♐তে চাননি। যদিও ক্রিকেটার এ কথা স্বীকার করেননি। তিনি গণমাধ্যমে জানিয়েছেন, দলের প্রয়োজন হলে তিনি অবশ্যই খেলবেন।
প্রথম টেস্ট ম্যাচের আগে সাংবাদিকদে🌄র সাথে কথা বলেন সাকিব। উঠে আসে মোস্তাফিজ ইস্যুও। তবে দলীয় অধিনায়ক তার সতীর্থেরই পক্ষ নিয়েছেন।
সাকিব বলেন, "সবার নিজস্ব পছন্দ থাকতেই পারে। এটা নিয়ে কথা বলার কিছু নেই। মোস্তাফিজ যদি কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি পছন্দ করে এবং ভাবে এটাই ওর জন্য ভ𓆏ালো, তাহলে তার এই সিদ্ধান্তকে সম্মান করা উচিত। এতে চাপ সৃষ্টি করার কিছু নেই।"
সাকিব আরও বলেন, "মোস্তাফিজ কী ভাবছে আমি জানি না। দীর্ঘমেয়াদে ওর পরিকল্পনা ভি♏ন্ন হꦕতে পারে। তবে প্রত্যেক খেলোয়াড়েরই কিছু পছন্দের জায়গা থাকে, কমফোর্ট জোন থাকে। সেটিকে সম্মান করা উচিত।"